15Sep, 2018

যেকোন হোস্টিং প্যাকেজ কিনলে এর সাথে সাধারনত হোস্টিং প্রোভাইডার নির্দিষ্ট সংখ্যক ইমেইল এড্রেস তৈরীর সুবিধা দেয়। এতে আপনি নিজের সাইটের সাথে মিল রেখে মেইল এড্রেস বানাতে পারবেন। যেমন username@samplewebsite.com (samplewebsite.com এর জায়গায় আপনার সাইটের ডোমেইন নাম হবে) যাই হোক এজন্য প্রথমে সিপ্যানেলে লগিন করে মেইল সেকশনের EMail সেকশনে থেকে “Email Accounts” এ যানCreate web mail in cPanel 1 ইমেইল এড্রেস খুলুন সিপ্যানেলে ১

“Email Accounts” আইকনে ক্লিক করলে নিচের মত ফর্ম আসবে এখানে ফর্মটি পূরন করতে হবে।Create web mail in cPanel 2 ইমেইল এড্রেস খুলুন সিপ্যানেলে ২

এখানে Email বক্সে যেকোন নাম যেমন username, Password বক্সে যেকোন পাসওয়ার্ড দিন এবং তার পরের বক্সে পাসওয়ার্ডটি আবার টাইপ করুন। ডানদিকে একটা Password Generator বাটন আছে এটা দিয়ে শক্তিশালী পাসওয়ার্ড বানানো যায় এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড তৈরী হয়। এরপর Mailbox Quota বক্সে ঠিক করে দিতে পারেন যে এর স্পেস কতটুকু হবে। যেমন ছবিতে 250MB দিলেন অর্থ্যাৎ এর উপরে গেলে আর মেইল একাউন্টে জমা হতে পারবেনা। শেষে “Create Account” বাটনে ক্লিক করলেই আপনার মেইল একাউন্ট তৈরী হয়ে গেল।Create web mail in cPanel 3 ইমেইল এড্রেস খুলুন সিপ্যানেলে ৩

একাউন্ট তৈরী হয়ে গেলে নিচে একাউন্টটি দেখতে পারবেন এবং “Access Webmail” লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ম্যানেজের জন্য login করতে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।

লগিন ইন্টারফেসে আপনার মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে প্রবেশ করুন আপনার মেইল ক্লায়েন্ট এ। হোস্টিং প্রোভাইডার ভেদে মেইল ক্লায়েন্ট ভিন্ন হতে পারে। তবে আপনি যদি ইয়াহু, জিমেইল কিংবা হটমেইল এর মেইল আইডি ব্যবহার করে থাকেন তবে আপনি এইসকল মেইল ক্লায়েন্ট গুলোও খুব সহজেই ব্যবহার করতে পারবেন কারন মোটামুটি সব এক।

Create web mail in cPanel 4 ইমেইল এড্রেস খুলুন সিপ্যানেলে ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X
ডটকম ডোমেইন ও ৫ জিবি হোস্টিং মাত্র ১৪৯৯ টাকা ! লিমিটেড টাইম অফার
This is default text for notification bar